রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর ৩৭ তম চার্টার ডে উদযাপন সম্পন্ন
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর অভিভাবক ক্লাব রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর ৩৭ তম চার্টার ডে উদযাপন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি গত ৪ মার্চ রোজ শনিবার সন্ধ্যা ৮ ঘটিকায় সিলেটের তেলিহাওয়র তালতলায় অবস্থিত হোটেল হিল্টাউনের কনফারেন্স রুমে আয়োজন করা হয়। উক্ত চার্টার ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ২০১৯-২০ সালের নবনির্বাচিত সম্মানিত গভর্নর রোটারিয়ান অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম আতাউর রহমান পির স্যার। সম্মানিত প্রধান অতিতি মহোদয় ক্লাবের উপস্থিত সকল মেম্বারদের নিয়ে বিশাল বড় কেক কাটার মাধ্যমে ৩৭ তম চার্টার ডে উদযাপন করেন। প্রধান অতিতি বক্তব্যে রোটারি এবং রোটার্যাক্ট নিয়ে অনেক কথা বলেন এবং রোটারি মুভমেন্টকে কিভাবে আরও সুন্দর করা যায় সেই বিষয় নিয়ে ও উনার পরিকল্পনা তুলে ধরেন। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর স্পন্সরিং রোটার্যাক্ট ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব সিলেটে সেন্ট্রাল এর সম্মানিত পিপি রোঃ শিশির সরকার, সম্মানিত প্রেসিডেন্ট রোঃ শাহ্ আল আমিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব সিলেটে সেন্ট্রাল এর সম্মানিত মেম্বার রোঃ আব্দুল্লাহ রহমান, রোঃ সুফিয়ান আহমেদ, রোঃ মাসুম তালুকদার, রোঃ শাহ্ নুরুল আমিন। মজাদার আপ্যান ও চা চক্রের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয় রাত ৯.৩০ মিনিটে।
No comments